হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রমযান মাস লাভকারী
ব্যক্তি- যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও
অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে,
সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয়
যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
ব্যক্তি- যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও
অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে,
সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয়
যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।
{মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস-৮৯৬৬}
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) বলেছেনঃ
রোযাদার ভুল ক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে
যেন তার সাওম পুরা করে নেয়। কেননা আল্লাহ্ই তাকে পানাহার
করিয়েছেন।
(সহীহ বুখারী, ৩য় খন্ড, হাদীস নং ১৮০৯ )
No comments:
Post a Comment