Translate

Showing posts with label BUKHARI BANGLA HADITH. Show all posts
Showing posts with label BUKHARI BANGLA HADITH. Show all posts

Friday, October 12, 2012

BANGLA HADITH


আবু হুরায়রাহ (রাঃ) বলেন,

রসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ

" যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলবে,''লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহুলা শারীকা লাহ, লাহুল মূলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা- কুল্লি শাইইন ক্বাদীর।'' সে ১০ জন দাস মুক্ত করার সওয়াব পাবে। তার জন্য একশত নেকী লেখা হবে। তার ১০০ পাপ মোচন করা হবে এবং তাকে সারা দিন শয়তানের ক্ষতি হ'তে রক্ষা করা হবে এবং কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকীর অধিকারী হবে।
[বুখারী , মুসলিম, মিশকাত]


"মুমিনগণ, জুমআর দিনে যখন নামাজের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি করো এবং বেচাকেনা বন্ধ কর । এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ ।" (আল-জুমুয়াহ ৬২:৯)।