আব্দুল্লাহ ইবন হাওয়ালাহ (রা.) আল্লাহর রাসুল (সাঃ) থেকে বর্ণনা করেছেন
যে উনি বলেছেনঃ “পরিস্থিতি তার কাজের ধারা অনুযায়ী চলতে থাকবে
যতক্ষণ না তোমরা তিনটি বাহিনীতে পরিণত হওঃ একটি বাহিনী শামের,
এবং একটি বাহিনী ইয়েমেনের আর আরেকটি ইরাকের।”
ইবন হাওয়ালাহ (রাঃ) বললেনঃ “হে আল্লাহর রাসুল (সাঃ)! যদি আমি সেই
দিন পর্যন্ত বেঁচে থাকি তবে আমার জন্য একটি নির্ধারন করে দিন।” আল্লাহর
রাসুল(সাঃ) উত্তর দিলেন, “তোমার শামে যাওয়া উচিত হবে কারন এটি
আল্লাহর ভূমিদের মধ্যে সবচেয়ে উত্তম, এবং উনার সবচেয়ে ভাল বান্দারাই
সেখানে জড়ো হবে! এবং যদি তুমি তা না চাও তবে তোমার ইয়েমেনে যাওয়া উচিত
এবং সেখানকার কূপ থেকে পানি পান করা উচিত। কারন আল্লাহ আমাকে
নিশ্চিত করেছেন যে উনি শাম এবং তার মানুষের উপর খেয়াল রাখবেন!”
(ইমাম আহমেদ ৪/১১০, আবু দাউদ ২৪৮৩)