Friday, August 17, 2012

NAMAZ


হুযায়ফাতুল ইয়ামান (রাঃ)

থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লা

ল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম কোন


বিষয়ে পেরেশান হলেই


নামাজে দাঁড়িয়ে যেতেন।


{সুনান আবু দাউদ,হাদিস-

১৩১৫ ; মুসনাদ

আহমাদ,হাদিস-২২৭ ৮
৮}

সাহাবায়ে কিরাম,তাবেঈ,


তাবে তাবেঈগণ, বুয়ুর্গানে দীন বিভিন্ন সমস্যা ও


বিপদে পড়লে নামাজের মাধ্যমেই আল্লাহ্ তা'আলার রহমত কামনা 


করতেন। কারণ আল্লাহ্ তা'আলা বলেছেন-


" হে মুমিনগণ! তোমরা নামাজ ও সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।" 





{সূরা বাকারা-৪৫}



আল্লাহ্ তা'আলা আমাদেরকে এই আমল



করার তাওফীক দান করেন ।

No comments:

Post a Comment